প্রশ্নঃ
আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার আগে সৃষ্টি করে কেন সর্বশেষে পাঠানো হলো? |
উত্তরঃ
সবক্ষেত্রেই আমরা দেখি যে, প্রধান মেহমান সবার শেষে আসেন এবং সবার শেষে বক্তব্য দেন। আল্লাহ তায়ালা তাঁর প্রিয় মাহবুবকে পূর্ববর্তী সকল নবীগণের মাধ্যমে শেষ নবীর আগমণী বার্তা বিশ্ববাসীকে শুনিয়েছেন এবং সর্বশেষে বিশ্বসভার সভাপতি, গোটা সৃষ্টিজগতের প্রধান আকর্ষণ, সর্বশ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। তাছাড়া নিয়ম হলো পূর্ববর্তী নবীদের দ্বীন ও শরীয়ত অপর নবীর আগমনের মাধ্যমে রহিত হয়ে যেত। আর সর্বশ্রেষ্ঠ নবীর দ্বীন ও শরীয়ত অন্য নবীর আগমনের দ্বারা রহিত হয়ে যাবে এমনটা হতে পারে না। তাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে আগমন করেছেন। |
|
This page has 8022 hits