দেশের অন্যতম বৃহৎ ইসলামী ওয়েবসাইটে স্বাগতম
নামাজের আহকাম
১। শরীর পাক বা পবিত্র করা।
২। কাপড় পাক করা।
৩। নামাজ পড়ার জায়গা পাক পবিত্র করা।
৪। ছতর ঢাকা। অর্থাৎ পুরুষের নাভি থেকে হাটুর নিচ পর্য্যন্ত এবং মেয়েদের দু’হাতের কব্জি, দু’পায়ের গিরা ও মুখমন্ডল ব্যতীত বাকী সমপূর্ণ শরীর নামাজের সময় ঢেকে রাখা।
৫। কেবলা অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ রাখা।
৬। ওয়াক্ত অনুসারে নামাজ পড়া
৭। নিয়েত করা